Islamic Relief Worldwide (IRW)

সর্বশেষ:

পঠভূমি

১৯৯১ সালে এপ্রিল মাসে চট্রগ্রাম সমুদ্র উপকূলে প্রলংকারী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদানের মাধ্যমে ইসলামিক রিলিফ, বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে এবং একই বছরে বাংলাদেশ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতেও নিবন্ধিত হয়।

 

প্রাপ্ত স্বীকৃতির নামপ্রদানকারী প্রতিষ্ঠানের নামতারিখ/সন
১) গুয়ানঝূ ইন্টারন্যাশনাল আরবান ইনোভেশন এ্যওয়ার্ডমেট্রোপলিস, চায়না২০১২
২) সিহনেটরি ফর দ্যা কোড অব কনডাক্ট ফর দ্যা ইন্টারন্যাশনাল রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট মুভমেন্টইন্টারন্যাশনাল রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট 
৩) সদস্য: বৃটিশ ওভারসীজ এনজিও ফর ডেভেলপমেন্ট  
৪) সদস্য: ডিজাস্টার এন্ড ইর্মাজেন্সি কমিটি (ডিইসি) ইউকে  
৫) সদস্য: ইর্মাজেন্সি ক্যাপাসিটি বির্ল্ডি (ইসিবি) প্রজেক্ট।